রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক
ছয়টি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলাগুলোর মধ্যে জেলা পুলিশ তিনটি, সিআইডি দুটি ও পিবিআই একটি মামলা দায়ের করে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মামুনুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বুধবারে পিবিআই'র দায়ের করা মামলায় তিনদিনের রিমান্ডে নেওয়া হয় মামুনুলকে।
গত ১৮ এপ্রিল মামুনুল হককে ঢাকার মোহাম্মদপুর এলাকার জামিয়া রহমানিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ধর্মীয় জমায়েত ও সামাজিক যোগাযোগ মাধ্যেম ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতা প্ররোচনামূলক খুতবা দেওয়ার জন্য ইসলামি কট্টরপন্থীদের মধ্যে পরিচিত মুখ মামুনুল।
গত এপ্রিলে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে মামুনুল হকের আটকের ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
এর আগে, গত বছরের নভেম্বর মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে তা অবিলম্বে বন্ধের দাবি জানান মামুনুল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকায় মামুনুল হকের বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে, ২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পর ১৫টি মামলা দায়ের করে পুলিশ।