রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে সাড়ে চার টাকা: ইয়াফেস ওসমান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি কিলোওয়াট বিদ্যুতে সার্বিক খরচ পড়বে চার থেকে সাড়ে চার টাকা। এটি আগে অনুমিত দামের চেয়ে কম।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান শনিবার গণমাধ্যমে এ কথা জানান।
'আমাদের বিশ্লেষণ বলছে, প্রতি ইউনিটের খরচ পড়বে সাড়ে চার টাকা,' বলেন মন্ত্রী।
এর আগে প্রতি ইউনিট পারমাণবিক বিদ্যুতের দাম ছয় থেকে সাত টাকা পড়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
ইয়াসেফ ওসমান আরও বলেন, 'নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করব আমরা। করোনাভাইরাস মহামারিতেও কাজের অগ্রগতিতে কোনো প্রভাব পড়েনি।'
পাবনার ঈশ্বরদীর ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি পাওয়ার ইউনিট থাকবে। প্রতিটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট। ২০২৪ সালের অক্টোবরে প্রথম ইউনিটটির কার্যক্রম শুরু হওয়ার কথা।