লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
আজ শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৪) ও মৃত আলতাফ হোসেনের ছেলে মো ভাসানী (৪৫)।
কোচবিহার ৭৫-ব্যাটালিয়নের সাতভাণ্ডারিয়া ক্যাম্প থেকে বিএসএফের একটি টহল দল বুড়িরহাট বিওপির অধীনস্থ ৯১৭ নো মেইন পিলার এলাকা সংলগ্ন ভারতীয় সীমান্ত অতিক্রম করার সময় গরু ব্যবসায়ীদের একটি দলের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম।
মাহমুদুল ইসলাম আরও জানান, দুই বাংলাদেশির মরদেহ ভারতীয় সীমান্তের ভেতরে রয়েছে।