শনিবার ঢাকায় আসছে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন
শনিবার রাত ১১:৪৫ এ চীন থেকে কেনা ১.৫ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, চীন নিজস্ব ব্যবস্থাপনায় ভ্যাকসিন পাঠাবে।
সরকারের সঙ্গে চীনের ভ্যাকসিন ক্রয়ের চুক্তির আওতায় ভ্যাকসিনের এই দ্বিতীয় চালান আসতে যাচ্ছে। ইতোমধ্যেই দেশে ২০ লাখ ডোজ ভ্যাকসিন চলে এসেছে ও টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীন থেকে ১.৫ কোটি ডোজ সিনোফার্মের ভ্যাকসিন কেনার প্রস্তাবনার অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, জুন, জুলাই ও আগস্ট মাসে মাসপ্রতি ৫০ লাখ করে মোট দেড় কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে সিনোফার্ম।
মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সেসময় সাংবাদিকদের জানান, ডোজপ্রতি ১০ ডলারে ভ্যাকসিন ক্রয়ে সম্মতি দিয়েছে কমিটি।
গত ১৪ জুলাই, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিনোফার্ম থেকে আগের চেয়েও কম দামে আরও দেড় কোটি ভ্যাকসিন ক্রয়ের অনুমোদন দেয়।
দ্বিতীয় চুক্তির ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের স্বার্থে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম প্রকাশ করা হবে না।
চুক্তির বাইরেও বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে চীন।