শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের
দীর্ঘদিন ধরেই 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এজন্য নানা রকমের হুমকি পাওয়ার কথাও তিনি জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। এবার সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় 'নিরাপদ সড়ক চাই' কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের পক্ষে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০০ কোটি টাকার এই মানহানি মামলাটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম। মামলা নম্বর ০৯/২০২০; তারিখ ১২-০২-২০২০।
'নিরাপদ সড়ক চাই' সংগঠনের যুগ্ম মহাসচিব লিটল এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন ও তার পরিবার সম্পর্কে মিথ্যাচার করেছেন শাজাহান খান। এছাড়াও নানা সময়ে একই ধরনের মিথ্যাচারের অভিযোগ তোলা হয় প্রভাবশালী এই পরিবহন শ্রমিক নেতা বিরুদ্ধে।