শাহজালাল বিমানবন্দরে কোভিড পরীক্ষার জন্য ৭ ল্যাব স্থাপন করবে সরকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহিঃগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্টের জন্য আরটি-পিসিআর টেস্ট সুবিধা স্থাপনে সাতটি ল্যাব নির্বাচন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে ল্যাব স্থাপন ও কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, প্রযোজ্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর অনুসরণ করে নির্বাচিত সাত প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পালনের শর্তাদির আলোকে কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।
ল্যাব স্থাপনে যে সাতটি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে:
১। স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, ঢাকা
ল্যাব স্থাপনের সময়: ০৩ দিন
পরীক্ষার মূল্য: ২,০০০ টাকা
২। সিএসবিএফ হেলথ সেন্টার
ল্যাব স্থাপনের সময়: ০৫ দিন
পরীক্ষার মূল্য: ১,৮৫০ টাকা
৩। এএমজেড হাসপাতাল লিমিটেড, ঢাকা
ল্যাব স্থাপনের সময়: ০৫ দিন
পরীক্ষার মূল্য: ১,৮০০ টাকা
৪। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
ল্যাব স্থাপনের সময়: ০৪ দিন
পরীক্ষার মূল্য: ২,০০০ টাকা
৫। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ঢাকা
ল্যাব স্থাপনের সময়: ০৬ দিন
পরীক্ষার মূল্য: ১,৭০০ টাকা
৬। গুলশান ক্লিনিক লিমিটেড ঢাকা
ল্যাব স্থাপনের সময়: ০৫ দিন
পরীক্ষার মূল্য: ১,৭৫০ টাকা
৭। ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক
ল্যাব স্থাপনের সময়: ০৪ দিন
পরীক্ষার মূল্য: ২,৩০০ টাকা