শ্রীমঙ্গলে একই ঘরে মা-মেয়ে খুন, জামাই পলাতক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই ঘরে মা ও মেয়ে খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)। তারা একই এলাকার মৃত জবেদ উল্লার স্ত্রী এবং মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালেক।
তিনি জানান, শুক্রবার সকালে ঘর থেকে কোনো লোকজন বের না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাড়িতে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙা। ওই মহিলা আশে পাশের লোকজন ডেকে ঘরের ভিতর ঢুকে দেখেন মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত জায়েদার ছেলে ওয়াহিদ মিয়া জানান, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার খালা আমাকে ফোন করে এ ঘটনা জানালে আমি এসে মা ও বোনকে খুন করা অবস্থায় দেখি।
নিহতের পরিবার ও এলাকাবাসী ধারণা, মেয়ের জামাই আজগর আলী এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এলাকার কারও সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান আশিক বলেন, স্বামীর সঙ্গে বিরোধ থাকায় মেয়েটি তার মায়ের সঙ্গে ছিল। ঘটনার পর থেকে মেয়ের জামাই পলাতক। সে সিন্দুরখান ইউনিয়নের বেলেরতল এলাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লাশের গায়ে ছুরির আঘাত রয়েছে।