সরকার ধন্যবাদ পাবে কিনা, সে সিদ্ধান্ত নিতে বৈঠকে বিএনপি
খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর নিজেদের প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারণ করতে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা।
বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে বসেন তারা। খালেদাকে মুক্তি দেওয়ায় বিএনপি সরকারকে ধন্যবাদ দেবে কি দেবে না তা এই বৈঠকে চূড়ান্ত হবে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, "আমি মনে করি, এই সিদ্ধান্ত আমাদের যাচাই করে দেখতে হবে। শর্ত সাপেক্ষে মুক্তি কতটা আমরা ইতিবাচকভাবে নেব, সেটা আমাদের দলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।"
'মানবিক কারণে' দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার। ৬ মাসের জন্য তাকে মুক্তি দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে এক প্রেস বিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
খালেদা জিয়াকে দুইটি শর্তে মুক্তি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান আইনমন্ত্রী। সেগুলো হলো, এই সময়ে খালেদা জিয়া ঢাকায় নিজের বাসায় অবস্থান করতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
এর আগে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল খালেদার পরিবার।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।
স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়েছে।