সশস্ত্র বাহিনীর ৪, ২৫৩ কর্মকর্তা ও পরিবারের সদস্য কোভিড-১৯ আক্রান্ত
পরিবারের সদস্যসহ মোট চার হাজার ২৫৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গত সপ্তাহে সশস্ত্র বাহিনীর ৭১৩ জন কর্মকর্তা ও পরিবারের সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা যান ৮ জন এবং তাদের সবাই অবসরপ্রাপ্ত সদস্য।
সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ দেশে চলমান মহামারির মাঝে নানা গুরুত্বপূর্ণ দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। নিশ্চিত করছে জনকল্যাণ ও নিরাপত্তা। এই দায়িত্ব পালন করতে গিয়েই অনেক সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪২৫ জনে।
এছাড়া এক লাখ ৮ হাজার ৭৭৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।