সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এমএম মামুন জানান, শরীর খারাপ লাগায় রবিবার সন্ধ্যায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মেয়র দম্পতি।পরে রাতে পাওয়া ফলে তাদের করোনা পজিটিভ এসেছে।
উত্তর সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অসুস্থ বোধ করায় গতকাল রোববার সকালে কোভিড টেস্টের জন্য তাঁরা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।
এদিকে উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান মামুন।