সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ
অর্থপাচারের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, তার স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি আমজাদ এর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে একাউন্ট জব্দ করার নির্দেশনা দিয়েছে। এর ফলে তারা তাদের ব্যাংক একাউন্টগুলো থেকে আর কোনো টাকা তুলতে পারবে না।
বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী, ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করা হলো। সেই সাথে তাদের একাউন্টগুলোতে কত টাকা জমা আছে তা তিন দিনের মধ্যে ব্যাংকগুলোকে জানাতে হবে।
এদিকে আমজাদ হোসেন, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেয়ার বিক্রির টাকা তিনি দেশের বাইরে পাচারের চেষ্টার অভিযোগে এই নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নামে বেনামে ঋণ নিয়েছেন বলেও তথ্য পেয়েছে দুদক।
বর্তমান সরকারের প্রথম মেয়াদে ২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অনুমোদন পায় সাউথ বাংলা ব্যাংক। এই ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকার দলীয় সমর্থক ব্যবসায়ীরা থাকলেও মালিকানার বড় অংশই এস এম আমজাদ হোসেনের। খুলনাকেন্দ্রিক লকপুর গ্রুপের কর্ণধার তিনি। মূলত হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানির সঙ্গে জড়িত তার প্রতিষ্ঠান।
চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করলেও খেলাপি ঋণের ভারে জর্জরিত সাউথ বাংলা ব্যাংক। তিন বছরের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১০ গুণের বেশি বেড়ে ২০২০ সাল শেষে দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকা। এর মধ্যে ২৩৯ কোটি টাকাই মন্দ ঋণ, যা মোট খেলাপির প্রায় ৭০ শতাংশ।