সাবেক অর্থমন্ত্রী এখনো বিপদমুক্ত নন: পররাষ্ট্রমন্ত্রী
কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার কারণে আরও দুর্বল হয়ে পড়েছেন।
তার সিটি স্ক্যানের ফলাফলে দেখা গেছে, এখনো অসুস্থতার গুরুতর অবস্থা পার করেননি তিনি, একারণে এখনো তাকে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
"তিনি ও তার পরিবারের সবাই ভাইরাসে আক্রান্ত হওয়ায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা তাকে গত ২৯ জুলাই সিএমএইচে ভর্তি করি," বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন আরও জানান, সাবেক এই অর্থমন্ত্রী আগেই দুই ডোজ ভ্যাকসিন নিয়ে নেওয়ায় ব্যাপারটি কিছুটা স্বস্তিদায়ক।
হাসপাতালে বই ও সংবাদপত্রের সংকট, মুহিত এই অভিযোগ করার পর বর্তমানে তাকে নিয়মমাফিক বই-সংবাদপত্র সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।
মুহিতকে দেশের জন্য আশীর্বাদস্বরূপ উল্লেখ করে মোমেন সবাইকে তার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করার আর্জি জানান।
রোববার ৮৭ বছর বয়সী সাবেক এই অর্থমন্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হন।