সাবেক ওসি মোয়াজ্জেমের আট বছরের জেল
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করার পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় কারাদণ্ডের পাশাপাশি ওসি মোয়াজ্জেমকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন।
বেআইনিভাবে নুসরাতের ভিডিও ধারণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ নম্বর ধারা অনুযায়ী পাঁচ বছর এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেওয়ায় ২৬ নম্বর ধারা অনুযায়ী মোয়াজ্জেমকে তিন বছরের দণ্ড দেয় আদালত। পরপর এই শাস্তি কার্যকর হওয়ায় পুলিশের এই কর্মকর্তাকে আট বছর জেলে কাটাতে হবে। তবে ইতোপূর্বে হাজতবাসকালীন সময় নিয়ম অনুযায়ী এই দণ্ড থেকে বাদ যাবে।
তবে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী কোন অপরাধের প্রমাণ না পাওয়ায় ওই ধারায় মোয়াজ্জেমকে কোন শাস্তি দেওয়া হয়নি।
গত মার্চ মাসে নুসরাত জাহান রাফি তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করার পর ঘটনার তদন্ত করতে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন তাকে থানায় ডেকে নিয়ে জবানবন্দি নেন। এর কয়েকদিন পর নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে সারাদেশে আলোচনার মধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ এই মাদ্রাসাছাত্রীর মৃত্যুর পর, ওই ভিডিও ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারায় মামলা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
পিবিআইয়ের তদন্তে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি মোবাইল ধারণ করে তা ইন্টারনেটে ছড়ানোর ‘প্রমাণ’ পাওয়ায় গত ২৭ মে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।
তার প্রেক্ষিতেই ১৬ জুন বিকেলে হাইকোর্ট এলাকা থেকে সাবেকে ই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।
গত ২৪ অক্টোবর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় সোনাগাজী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয় ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।