সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলা এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
বিএনপি জোট সরকারের আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলা বিচারিক আদালত পরিবর্তনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আদেশ প্রাপ্তির পর থেকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন ( মানিক)।
এজাহার ও অভিযোগত্র মতে ৭,০৫,৯১,৮৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদান করায় দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বিগত ২০০৮ সালের ১৩ জানুয়ারী রমনা থানার মামলা দায়ের করেন।
পরে দুদকের উপপরিচালক রুপক কুমার সাহা তদন্ত করে গত ওই বছরের ১৬ জুলাই পত্র দাখিল করেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত- ৭ এ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গত মার্চ মাসে।
আসামি পক্ষ আদালতকে জানায় তারা সাফাই সাক্ষী দিবেন না, তবে লিখিত বক্তব্য দিবে বলে সময় নেন। এভাবে ধার্য তিন তারিখে লিখিত বক্তব্য না দিয়ে সময় নেন।
এর পর হাইকোর্ট আদালত পরিবর্তনের আবেদন করেন। কোন যুক্তি সংগত কারণ না থাকায় হাইকোর্ট আবেদনটি সরাসরি খারিজ করে দেন এবং আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ।
বিচারিক আদালতে বুধবার (১৪ অক্টোবর) সাফাই সাক্স্য দেওয়ার জন্য দিন ধার্য ছিল, পরবর্তী ধার্য তারিখ হয়েছে ১৫ নভেম্বর।