সিনোফার্মের কাছ থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনবে সরকার
চীনের কোভিড-১৯ টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে সাড়ে ৭ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার (৫ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি সাংবাদিকদের আরও জানান যে, সাড়ে ৭ কোটির ভেতর দেড় কোটি ডোজের টাকা ইতোমধ্যেই পরিশোধ করেছে সরকার।
আবদুল মোমেন বলেন, "বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় চলতি মাসে ৪৪ লাখ ডোজ টিকা আসবে। এরমধ্যে সিনোফার্মের তৈরি ৩৪ লাখ ডোজ টিকা আসবে আগামী সপ্তাহে আর অ্যাস্ট্রাজেনেকার তৈরি ১০ লাখ ডোজ চলতি মাসের মধ্যেই আসার কথা রয়েছে।"
সেপ্টেম্বরে বাংলাদেশ ফাইজারের তৈরি টিকার আরও ৬০ লাখ ডোজ পাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এদিকে থেকে পূর্ব নির্ধারিত ছয়দিনের ব্যাপক গণটিকাকরণ কর্মসূচি ছয় দিনের পরিবর্তে মাত্র একদিন আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আগামী ৭-১২ আগস্ট পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হলেও পরবর্তীতে সরকার জনবল ও টিকা সংকটের কারণ উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, দুই মাস স্থগিত থাকার পর গত ১ জুলাই থেকে সিনোফার্ম ও ফাইজারের টিকার মাধ্যমে আবারো গণটিকাকরণ শুরু করে বাংলাদেশ।
গত কয়েক সপ্তাহে চীন ও জাপান থেকে সিনোফার্ম ও অক্সফোর্ড টিকার কয়েকটি চালান পেয়েছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকার নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাটাই সরকারের জন্য আগামী দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।