সোনাসহ বিমানের কর্মী আটক
এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই কর্মীকে আটক করা হয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি) ব্যাটালিয়ন সদস্যরা।
বৃহস্পতিবার সকালে আটক ওই কর্মীর নাম জনাতন মুক্তি।
এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই কর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।