বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর জীবনাবসান
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই। সোমবার (২৪ মে) রাত ১১টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
হাবীবুল্লাহ সিরাজীর বয়স হয়েছিল ৭২ বছর। কোলন ক্যানসারে আক্রান্ত হাবীবুল্লাহ সিরাজীকে গত ২৫ এপ্রিল রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন বলে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান জানিয়েছেন। খবর দৈনিক প্রথম আলোর।
হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একুশে পদকপ্রাপ্ত এ কবি ও লেখকের মৃত্যুতে শেখ হাসিনা বলেন, "হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে"।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাবীবুল্লাহ সিরাজীর জন্ম ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, ফরিদপুর জেলায়। ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদান করেন তিনি।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদক লাভ করেন হাবীবুল্লাহ সিরাজী। এছাড়া ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০টায় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে নেয়া হবে। দ্বিতীয় নামাজে জানাজার পর সেখানেই হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন হবে।