হেফাজতের নায়েবে আমিরের পদ ছাড়লেন মাওলানা আব্দুল্লাহ
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কাণ্ডসহ বিভিন্ন কারণ দেখিয়ে সংগঠনটির নায়েবে আমিরের পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, 'প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে।'
তিনি বলেন, 'বিভিন্ন দল ও ভিন্ন মতাদর্শের মানুষ হেফাজতে অনুপ্রবেশ করেছে এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হেফাজতে ইসলামকে অত্যন্ত সুকৌশলে মাঠে নামানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে হেফাজতে ইসলামকে তারা অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। বিতর্কিত বহিরাগত সংগঠনের লোকজনই হেফাজতে ইসলামের নেতাদের অধিকাংশের মতামত উপেক্ষা করে হরতালের মতো কর্মসূচি পালনে বাধ্য করেছে।'
তার মতে, হেফাজত কিছু ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে একটি প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তাই হেফাজতে ইসলামের 'নায়েবে আমির' পদ থেকে ইস্তফা দেন তিনি।
এর আগে, গত ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের আমির ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল পদত্যাগের ঘোষণা দিয়ে এর একদিন পর সে সিদ্ধান্ত প্রত্যাহার করেন ।