হেফাজত তাণ্ডব: অর্ধশত মামলায় গ্রেপ্তার ১৬০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত ৫০টি মামলা দায়ের করা হয়েছে। আর এ সময়ে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে।
মঙ্গলবার দুপুরে মামলা ও গ্রেপ্তার নিয়ে জেলা পুলিশ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা জেলা শহরের বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ তিনটি ও সরাইল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজহারভুক্ত আসামির সংখ্যা ২৮৮ । এছাড়া অন্তত ৩৫ হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়।
মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞাপ্তিতে বলা হয়।