১৪ নভেম্বর থেকে শুরু হতে পারে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা
চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে পারে।
সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা স্থগিত করা হয়।
এবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে, সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা হবে। সেই অনুসারে মূল্যায়নের নম্বরও কমিয়ে আনা হবে বলে দৈনিক প্রথম আলো প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড দাখিল (মাধ্যমিক সমমান) পরীক্ষার রুটিন প্রকাশ করে।
অন্যদিকে, সকল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ, মাধ্যমিক অনুষ্ঠানের প্রস্তাবিত রুটিন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সকল বোর্ডের পরীক্ষা একইদিন থেকে শুরুর সম্ভাবনা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষাবোর্ড সদস্য নিশ্চিত করেছেন।