২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স, অনুমতি পেল বাংলাদেশ বিমানও
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) আগের সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সকে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
পাশাপাশি, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেশটির বিভিন্ন শহরে আগামী ১ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে।
ক্যাব- এর একটি সূত্র জানায়, ''সৌদির তিনটি শহর; রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে সরাসরি আটটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান। এবিষয়ে এখন চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। ওই প্রক্রিয়া শেষ হলেই, এসব রুটের জন্য টিকেট বিক্রি শুরু করা হবে।
এদিকে মহামারির কারণে সৌদি থেকে ইতোপূর্বে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসেন। তারা এখন নিজ কর্মস্থলে ফিরতে চান। অপেক্ষমাণ প্রবাসীদের এমন চাপ কমাতে যথেষ্ট সংখ্যায় ফ্লাইট পরিচালনার চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর অনেক সৌদি প্রবাসীর ইকামা বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগেই সৌদিতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন তারা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্বালে যারা দেশে ফিরে এসে আটকা পড়েছেন দেশের এমন প্রবাসী কর্মীদের জন্য এটি একটি বড় সুখবর।
আকাশপথে আন্তর্জাতিক চলাচল রুটগুলো সম্পূর্ণ সচল না হওয়ায় দেশে এপর্যন্ত এসে যারা আটকা পড়েছেন, তাদের ৮০ শতাংশই সৌদি প্রবাসী কর্মী। ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে, তারা এখন সময় থাকতেই কাজে ফেরার আশা করতে পারেন।