২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭৫ জন
রোববার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৭৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস)।
নতুন রোগীদের মধ্যে ২২০ জন ঢাকায় এবং বাকি ৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে জানা গেছে।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার ৯১ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ৫২ জন।
বর্তমানে এক হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১৫৯ জন।
তাদের মধ্যে ১০৭৪ জন ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে মাত্র ৩০ জন রয়েছেন ঢাকার বাইরের হাসপাতালগুলোয়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) আনুষ্ঠানিক তথ্যানুসারে, ২০১৯ সালে বাংলাদেশে মোট এক লাখ ১,৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, এসময় মোট ১৭৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়।