৪৫০ কোটি টাকার টার্গেটে চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার শুরু
রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর উদ্যোগে চট্টগ্রামে শুরু হয়েছে চারদিন ব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’। ‘স্বপ্নীল আবাসন- সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত মেলা চলবে ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ৭৩টি স্টল নিয়ে অংশ নিচ্ছে ৫৫টি প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে ৪৫০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রেডিসন ব্লুর মোহনা হলে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামছুল আল আমিন কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দীন বলেন, ‘‘দেশের আবাসন সমস্যার সমাধানে রিহ্যাবের ভূমিকা অনস্বীকার্য। আগামীতে যাতে মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষদের আবাসন সমস্যার সমাধান করা যায় সেজন্য রিহ্যাবকে আরো কার্যকর ভূমিকা নিতে হবে।’’
রিহ্যাব সভাপতি আলমগীর শামছুল আল আমিন কাজল বলেন, উন্নয়নশীল দেশ হতে হলে অবশ্যই সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। জমির উচ্চ মূল্যের কারণে মধ্যবিত্তের জন্য কোনো প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছেনা। সরকার যদি একটি বিশেষ জায়গা বরাদ্দ দেয় তাহলে সেখানে স্বল্প ও মধ্যবিত্তের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে পারবে রিহ্যাব। তিনি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি চার শতাংশ কমিয়ে আনার দাবি জানান।
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান আবদুল কৈয়্যুম চৌধুরী বলেন, চট্টগ্রামে রিহ্যাবের ৮৩ সদস্য রয়েছে। এই মেলা উপলক্ষে প্রতিটি কোম্পানি বিভিন্ন ফ্ল্যাট ও প্লটের তথ্য নিয়ে হাজির হয়। এবার প্রায় প্রতিটি স্টলে ক্রেতাদের জন্য বিশেষ উপহার এবং ছাড় দেওয়া হচ্ছে। গত বছর মেলায় আমাদের ৩২০ কোটি টাকার অর্ডার পেয়েছি। এবারে লক্ষমাত্রা নির্ধারিত হয়েছে ৪৫০ কোটি টাকা। আশা করছি আমরা এই লক্ষমাত্রা অর্জন করতে সক্ষম হবো। মেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, ক্রেতা আকর্ষণ করতে স্পট বুকিংয়ের ক্ষেত্রে প্রতিটি কোম্পানি উপহার এবং ডিসকাউন্ট উপহার দিচ্ছে।
এএনজেড প্রপার্টিজ এর অ্যাসিসটেন্ট ম্যানেজার মিজানুর রহমান বলেন, মেলা উপলক্ষে ফ্ল্যাট বুকিং দিলে গ্রাহকদের জন্য উপহার হিসেবে থাকছে কিচেন ক্যাবিনেট। চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা, নাসিরাবাদ আবাসিক এলাকা এবং লালখান বাজার হিলসাইড আবাসিক এলাকায় তিনটি প্রকল্পে তাদের ফ্ল্যাট বুকিং চলছে। এসব প্রকল্পে ৮০ লাখ টাকা থেকে এক কোটি ১৪ লাখ টাকা পর্যন্ত দামের ফ্ল্যাট পাওয়া যাচ্ছে।
লুসেন্ট ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) সাইফুদ্দিন মাহমুদ বাপ্পি বলেন, মেলা উপলক্ষে বিভিন্ন প্রকল্পে দেওয়া হচ্ছে মূল্যছাড়। মেলায় কোনো ফ্ল্যাট বুকিং দিলে প্রতি স্কয়ার ফিটে ৫০-১০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া প্রতি বুকিংয়ে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি কিচেন ক্যাবিনেট।
ঝুমাইরা হোল্ডিংস এর অ্যাসিসটেন্ট ম্যানেজার শাহাদাৎ হোসেন বলেন, মেলায় স্পট বুকিংয়ের ক্ষেত্রে মাস্টার বেড়রুমে একটি এসি এবং কিচেন কেবিনেট ফ্রি দেওয়া হচ্ছে।
মেলায় আসা সিএন্ডএফ ব্যবসায়ী আশরাফ উদ্দিন বলেন, বিভিন্ন স্টল ঘুরে দেখেছি। কিছু কোম্পানির ফ্ল্যাট এখনো নাগালের বাইরে। কোটি টাকার উপরে ফ্ল্যাট মুল্য। আবার কিছু কোম্পানির স্টলে ৭০ লাখ টাকার মধ্যেও ফ্ল্যাট বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ কোম্পানির রেডি ফ্ল্যাট রয়েছে। এটি আবাসন ব্যবসার জন্য ইতিবাচক দিক।