ঈদের আগেই রাজধানীর বিপণিবিতান পরিদর্শনে নামবে বিডা
কলকারখানার পর রাজধানীর বিপণিবিতানে অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ কয়েকটি বিষয় পরিদর্শন করার উদ্যোগ নিয়েছে সরকার। এগুলো তদারকি করবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
প্রথম ধাপে পরদির্শনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ৭২টি মার্কেট চিহ্নিত করা হয়েছে। এগুলো পরিদর্শনের জন্য ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে।
ঈদের আগেই তারা পরিদর্শনে নামবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিডার কার্যনির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বিডার নেতৃত্বে ১০৮টি দলের মাধ্যমে সারা দেশের ৫ হাজার ২০৬টি কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিজিৎ চৌধুরী বলেন, "মার্কেটের কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে রয়েছে নকশা অনুযায়ী মার্কেট তৈরী হয়েছে কিনা, অগ্নিনির্বাপনের সুযোগ কেমন রয়েছে, পরিবেশ দূষণ হচ্ছে কিনা, বিদ্যুৎ ও গ্যাসের লাইন কেমন, জেনারেটর থাকলে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে, বয়লার থাকলে সেটার কী অবস্থা- এসব।"
১১টি সমন্বিত দলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, তিতাস গ্যাস, বিস্ফোরক পরিদপ্তর, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, এফবিসিসিআই, ডেসকো, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদস্যরা কাজ করবেন।
ফায়ার সার্ভিস, রাজউক, ডিপার্টমেন্ট অব ইন্সপেকশন ফর ফ্যাক্টরিস অ্যান্ড এস্টাবলিশমেন্টস, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন সময়ে ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেটের তালিকা করে। সেই তালিকা থেকে ১০৭২টি মার্কেট চিহ্নিত করা হয়েছে বলে জনান অভিজিৎ।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ১০০টি বিপনিবিতান পরিদর্শন করার টার্গেট রয়েছে।
গত বছর জুলাই মাসে নারায়ণগঞ্জে হাসেম ফুডসে অগ্নি দুর্ঘটনার পর সারাদেশে কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তার উন্নয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ কমিটির প্রধান।
কারখানার পরিদর্শনের সুপারিশ দেওয়ার বিষয়ে অভিজিৎ বলেন, "রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্ট (আরএমজি) বাদ দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন যায়গার ৫ হাজারের বেশি কলকারখানা পরিদর্শন করা হয়েছে। সেখানে কিছু কমন ত্রুটি, কিছু সেক্টর অনুযায়ী আর কিছু আইটেম ওয়াইজ ত্রুটি পাওয়া গেছে। এর উপর ভিক্তি করে আমরা সুপারিশ পাঠাবো।"
জুলাই মাসে জাতীয় কমিটি মিটিং এ বসবে উল্লেখ করে তিনি বলেন, "মিটিংয়ের আগেই আমরা সুপারিশ পাঠাবো। চূড়ান্ত সিদ্ধান্ত নিবে জাতীয় কমিটি।"