৭ দিনের জন্য মোটরসাইকেলে আন্তঃজেলা ভ্রমণ নিষিদ্ধ
পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পর এবার ঈদ-উল-আজহার আগে ও পরে সাত দিন মোটরসাইকেলের আন্তঃজেলা চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এই সাত দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না।
রোববার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূর।
শিগগিরই সড়ক ও জনপথ বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়নে সার্কুলার জারি করবে।
তিনি টিবিএসকে বলেন, 'ঈদের তিন দিন আগে, ঈদের তিন দিন পর এবং ঈদের দিন—এই সাত দিন মোটরসাইকেল ও রাইড শেয়ারিং এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। এছাড়া এই সময় সারা দেশের মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না।'
জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিশকে জানাতে হবে জানিয়ে সচিব বলেন, পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলা থেকে মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।
তিনি বলেন, ঢাকার মোটরসাইকেল ঢাকায়ই চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে চালাতে হবে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালেই চালাতে হবে।