ঈদে এবার প্রায় ১ কোটি পশু কোরবানি
গত বছর ৯০ লাখ ৯৩ হাজারের বেশি গবাদিপশু কোরবানি হয়।
এ বছর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সারাদেশে কোরবানিকৃত গবাদিপশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
গত বছর ৯০ লাখ ৯৩ হাজারের বেশি গবাদিপশু কোরবানি হয়, যা ২০২০ সালের চাইতে ৪ লাখ কম।
গরু ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং চলমান ইউক্রেন সংকটের কারণে আয় কমে যাওয়ায়, আগে যারা বড় গরু কোরবানি দিতেন তারা এবার ছোট ও মাঝারি আকারের গরু কোরবানির দিকে ঝুঁকেছেন।