এনআইডি-তে অসংখ্য ভুল, স্বীকার করলেন সিইসি
নির্বাচন কমিশনের দেওয়া জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অনেক ত্রুটি রয়েছে বলে স্বীকার করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, "আমার মনে হয় জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোটি কোটি ভুল রয়েছে। তবে আমরা তা সংশোধনের চেষ্টা করছি।"
মঙ্গলবার বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আয়োজিত সংলাপে দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এনআইডি সংশোধনে হয়রানির বিষয়টি তুলে ধরেন।
জবাবে সিইসি বলেন, "ভুলগুলো তুচ্ছ হতে পারে। কিন্তু এর ফলে কার্ডধারীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয়, বিশেষ করে বিমানবন্দরে।"
এসব ভুল সংশোধনীতে দেরি হওয়ার একটি মুখ্য কারণ হিসেবে তিনি করোনা মহামারির কথাও উল্লেখ করেন।
"সাংবিধানিকভাবে, এটি আমাদের দায়িত্ব নয়। আমাদের কর্মকর্তারা এখন ভোটার তালিকা হালনাগাদ করার কাজ করছেন," তিনি যোগ করেন।
"ইসির অনেক কাজ রয়েছে এবং রাজনৈতিক দল নিবন্ধনের কাজও আমাদের ওপর এসে পড়েছে," বলেন হাবিবুল আউয়াল।