চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন: গ্রেপ্তার ৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তার ঘটনায় মূল হোতা সহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. নুর হোসেন শাওন (২২) এবং হাটহাজারী কলেজের ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছার।
তিনি বলেন, 'গতকাল রাতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
এর আগে এ ঘটনায় জড়িতদের পাঁচজনই বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী এবং এদের মধ্যে দুই ছাত্রলীগ কর্মীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছিল পুলিশ।
রোববার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। পরে তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে হাটহাজারী থানায়। ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে এ ঘটনার বিচার দাবি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোট মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে