১১ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
দেশের বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক কমানোয় এবং বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দেওয়ায়, দেশের অন্যতম স্থলবন্দর- দিনাজপুরের হিলি দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে দুটি চালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। উভয় ট্রাকে মোট ৭৪ টন চাল ছিল বলে স্থলবন্দর সূত্রে জানা গেছে। এনিয়ে প্রায় ১১ মাস পর এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো। নওগাঁ জেলার একে ট্রেডিং নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ চালান আমদানি করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের ৩১ আগষ্ট চাল আমদানিতে ৬২.৫ ভাগ শুল্ক আরোপ করায় ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। কিন্তু, সম্প্রতি দেশের বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণের জন্য ভারতীয় চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ ভাগ করা হয়। এর দীর্ঘ ১১ মাস পর, আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো। আমদানি শুরু হওয়ায় একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনি বন্দর কর্তৃপক্ষের আয়ও বাড়বে। এ ছাড়াও বন্দরের কর্মরত শ্রমিকদের আয় ও কর্মব্যস্ততা বাড়বে।