পরিবেশবান্ধব ফ্ল্যাটের জন্য ঋণ পাওয়া যাবে ৩০ লাখ পর্যন্ত
বহুতল ভবনে পরিবেশবান্ধব ফ্ল্যাটের জন্য এখন থেকে ৩০ লাখ টাকা ঋণ পাবেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
এই ঋণ পাওয়ার জন্য আরেকটি শর্ত- ফ্ল্যাটের আয়তন ৭৫০ বর্গফুটের কম হতে হবে।
বাংলাদেশ ব্যাংকের রোববার জারি করা একটি সার্কুলার অনুযায়ী, পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ঋণের সুদের হার কমানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে পরিশোধ করা হলে এই ঋণের জন্য সুদের হার হবে ৫ শতাংশ।
পাঁচ বছরের বেশি কিন্তু আট বছরের কম মেয়াদের ঋণের জন্য সুদের হার হবে ৫.৫ শতাংশ। আট বছরের বেশি হলে ঋণগ্রহীতাদের ৬ শতাংশ সুদ দিতে হবে।
আগে সুদের হার ছিল যথাক্রমে ৭ শতাংশ, ৭.৫ শতাংশ এবং ৮ শতাংশ।
পূর্ববর্তী নীতি অনুসারে, অন্য পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ঋণ নেওয়া থাকলে এই স্কিমের অধীনে ঋণের জন্য আবেদন করতে পারত না ঋণগ্রহীতারা। নতুন সার্কুলার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে।
এখন থেকে গ্রাহকরা সার্টিফাইড গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থ বিভাগের অধীনে গ্রীন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবেন।
এই ঋণ কেন্দ্রীয় ব্যাংকের পরিবেশবান্ধব পুনঃঅর্থায়ন তহবিল থেকে শরিয়াভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বহুতল পরিবেশবান্ধব ভবন নির্মাণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
এক্ষেত্রে হাউজিং কোম্পানিগুলোকে ৭৫০ বর্গফুটের চেয়ে ছোট ফ্ল্যাটসহ পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে।
ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উভয়ক্ষেত্রে, ঋণের জন্য আবেদন করার ৯০ দিনের মধ্যে প্রাপ্ত একটি পরিবেশ-বান্ধব সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতার নিয়ম রাখা হয়েছে।