প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাশ, মৌখিক দিতে এসে ধরা
চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ধরা পড়েছেন মো. মুজিবুর রহমান নামের এক পরীক্ষার্থী। সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এলে তাকে আটক করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন।
গত ২২ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ছিলো ওই ধাপের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা। ভাইভা বোর্ডে তার হাতের লেখা মিলিয়ে দেখার সময় তার লেখার সঙ্গে পরীক্ষার লেখার মিল না থাকায় সন্দেহ হওয়ায় তাকে আটকের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিষয়ে অবহিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।
আটক মুজিবুর রহমান সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামের ফজলুল কবিরের ছেলে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার জনাব মিল্টন বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত ২২ এপ্রিল প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে মুজিবুর রহমানের বদলে প্রক্সি পরিক্ষার্থী অংশ নেন এবং মুজিবুর উত্তীর্ণ হন। কিন্তু মৌখিক পরীক্ষা দিতে আসেন মুজিবুর রহমান নিজেই। ভাইভা বোর্ডে তার হাতের লেখা ক্রসম্যাচিং এর সময় সন্দেহ হওয়ায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। এসময় তিনি লিখিত পরীক্ষাটি প্রক্সি পরিক্ষার্থীর মাধ্যমে দিয়েছেন বলেন স্বীকার করেন।'
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আবু রায়হান দোলন জানান, ৫ লক্ষ টাকা চুক্তির বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করেন মুজিবুর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, 'মুজিবুরকে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে একটি নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে।'