নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি সিইসির আহবান
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডের ওপর নজর রাখতে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, "আমাদের ওপর আস্থা রাখতে গিয়ে চোখ বন্ধ করে রাখলে হবে না। আপনাদের নজরদারি থাকতে হবে।"
আজ কমিশনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপকালে সিইসি এ কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, "আপনাদের নজরদারি থাকতে হবে, আমরা কি আসলেই সাধু পুরুষ না ভেতরে ভেতরে অসাধু? সেই জিনিসটা আপনারা যদি নজরদারি না রাখেন, তাহলে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করলেন না।"
"কঠোর নজরদারিতে আমাদেরকে রাখতে হবে। কোনো কমপ্লেইন পেয়েছেন? সঙ্গে সঙ্গে আমাদেরকে পাঠান", যোগ করেন সিইসি।