দাম বৃদ্ধির মুখে কাল থেকে হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
আমদানি বন্ধ থাকায় হুহু করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
অনুমতি পেয়ে কাঁচা মরিচের এলসি খুলেছেন বন্দরের আমদানিকারকরা।
ফলে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচামরিচ আমদানি শুরু হতে পারে। এতে করে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, দেশীয় কাঁচা মরিচের দাম কম থাকায় দামে পড়তা না থাকায় বেশকিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছিল।
কিছুদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ, এরপর অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যহত হয়েছে।
হারুন উর রশীদ বলেন, এমন অবস্থায় আমরা ভারত থেকে কাচামরিচ আমদানির উদ্যোগ নিয়েছিলাম, বেশ কিছুদিন আগে থেকেই আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলাম। কিন্তু সরকার অনুমোদন না দেওয়ায় কাঁচামরিচ আমদানি শুরু করা যায়নি।
"বর্তমানে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার গতকাল আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই আমিসহ হিলি স্থলবন্দরের ২ জন আমদানিকারক দেড় হাজার টন কাচামরিচ আমদানির অনুমতি পেয়েছি। আরো যারা আমদানিকারক কাচামরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন তারা হয়তো আগামী রবিবার অনুমোদন পেতে পারেন।"
ইতোমধ্যেই তিনি কাঁচা মরিচের এলসি খোলা সম্পূর্ণ করেছেন যার কারণে আগামীকাল শনিবার থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানান তিনি।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সর্বশেষ গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে কাঁচা মরিচ আমদানি হয়েছিল। এর পর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল।
দেশে কাচামরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর কাঁচা মরিচ আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) দিয়েছেন। এখন থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি ইমপোর্ট পারমিট দেওয়া অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট দপ্তর।