দাবি আদায় না হওয়া পর্যন্ত চা শ্রমিকদের ধর্মঘট চলবে
সিলেট দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি আদায় হওয়ার আগপর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের চা শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে সিলেট ভ্যালির ২৩ বাগানের পঞ্চায়েত কমিটির নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, 'রোববার মৌলভীবাজারে জেলা প্রশাসকের সাথে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের একটি বৈঠক হয়।
'বৈঠক আশ্বাস দেওয়া হয়, ভারত সফর শেষে ফিরে প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলে নতুন মজুরি নির্ধারণ করে দেবেন। এই আশ্বাসে ও প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন করে চা শ্রমিক ইউনিয়ন নেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন।'
তিনি বলেন, 'তবে ইউনিয়নের এই সিদ্ধান্ত শ্রমিকরা মানেননি। আজকের যৌথ বৈঠকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে সিলেটের শ্রমিকরা কাজে যোগ দেবেন না।'
মঙ্গলবার দুপুরে সিলট গলফ ক্লাবে সিলেট ভ্যালির ২৩ বাগানের পঞ্চায়েত নেতাদের সাথে বৈঠকে বসেন শ্রমিক ইউনিয়ন নেতারা। এ সময় গলফ ক্লাবের বাইরে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এতে বিভিন্ন বাগান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা এসে জড়ো হন। বৈঠক শেষে তারা আবার মিছিল করে বাগানে ফিরে যান। এ সময় দাবির সপক্ষে শ্লোগান দিতে থাকেন শ্রমিকরা।
কামাইছড়া বাগানের পঞ্চায়েত সভাপতি বিমল ভর জানান, শ্রমিকরা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন কি না সেটি তারা বিশ্বাস করতে পারছেন না। তারা মনে করছেন প্রধানমন্ত্রীর বরাত দিয়ে কেউ তাদের সাথে প্রতারণা করছে। তাই ৩০০ টাকা মজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে চলতি মাসের শুরু থেকেই আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা বাগানে কর্মরত দেড় লক্ষাধিক শ্রমিক।
৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন তারা। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণ দিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনরত শ্রমিকরা কয়েকদিন ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করেন।