২০২১ সালে দেশের ৭৯.৯% সেবাগ্রহীতা দুর্নীতির শিকার: টিআইবি
গতবছর দেশের অন্তত ৭৯.৯ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে। দুর্নীতি বিরোধী ওয়াচডগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
'সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২১' শীর্ষক সমীক্ষায় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। এই খাতে সেবা নিতে গিয়ে দেশের প্রায় ৭৪.৪ শতাংশ লোক দুর্নীতির শিকার হয়েছেন বলে জানায় টিআইবি।
আজ বুধবার (২১ আগস্ট) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উন্মোচন করা হয়।
এদিকে, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবাখাতগুলোর মধ্যে ৭০.৫ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ৬৮.৩ শতাংশ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রয়েছে তৃতীয় স্থানে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে প্রায় ৯৯.৫ শতাংশ বাংলাদেশি পরিবার বিভিন্ন খাত থেকে সেবা গ্রহণ করেছে।
অন্যান্য দুর্নীতিগ্রস্ত সেবাখাতগুলোর মধ্যে রয়েছে, পরিবারিক বিচারিক পরিষেবা; এই খাতে সেবা নিতে গিয়ে ৫৬.৮ শতাংশ লোক দুর্নীতির শিকার হয়েছেন। স্বাস্থ্যখাতে দুর্নীতির শিকার হয়েছেন ৪৮.৭ শতাংশ, স্থানীয় সরকার সংস্থাগুলোতে ৪৬.৬ শতাংশ এবং ভূমি পরিষেবা খাতে দুর্নীতির শিকার হয়েছেন ৪৬.৩ শতাংশ লোক।
সেবা খাতে দুর্নীতির ধরন ও মাত্রা চিহ্নিত করতে ১৯৯৭ সাল থেকে সেবাখাতের এই জরিপ পরিচালনা করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এ পর্যন্ত দুই থেকে তিন বছরের ব্যবধানে এরকম ৯টি জাতীয় জরিপ করা হয়েছে।
৯ম জরিপে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, একবছরে সেবাখাতগুলো থেকে পরিষেবা গ্রহণের সময় দুর্নীতির শিকার হয়েছে, এমন পরিবারগুলোর পরিসংখ্যান তুলে ধরা হয়।