চ্যালেঞ্জ গ্রহণ নয়, ইসিকে নির্বাচনের অভিজ্ঞতা জানাতে আগ্রহী সুজন
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিবের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ নয় বরং কমিশনকে নির্বাচন বিষয়ে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা জানাতে আগ্রহী বলে এক চিঠিতে জানান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর এই চিঠি পাঠায় নাগরিক সংগঠন সুজন।
সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, "গত ২৮ আগস্ট তারিখে সংবাদ ব্রিফিংয়ে ইভিএমের দুর্বলতার বিষয় তুলে ধরেছি। এ বিষয়ে অতীতেও আমাদের আশঙ্কার কথা একাধিকবার তুলে ধরেছি, কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনোরূপ সাড়া পাইনি।"
"তবে আমাদের সাম্প্রতিক সংবাদ ব্রিফিংয়ের পর আপনার একজন সহকর্মী আমাদেরকে ইভিএম-এ কারচুপি করা যায়, তা প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। আরেকজন প্রমাণ উপস্থাপন করতে আহ্বান জানিয়েছেন।"
"বর্তমান ইভিএম দিয়ে প্রশ্নাতীতভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে, তা প্রমাণের দায়িত্ব বা 'বার্ডেন অব প্রুফ' কমিশনের, অন্য কারো নয়।"
"কমিশনে এসে বক্তব্য উপস্থাপনে আমাদের কোনোরূপ আপত্তি নেই। তবে এটি অপ্রয়োজনীয়, কারণ আমরা সংবাদ মাধ্যমে যা উত্থাপন করেছি, তার বাইরে আমাদের কিছু বলার নেই…তবে নির্বাচন বিষয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কমিশনের সথে শেয়ার করতে আমরা উদগ্রীব।"
এর আগে, গত ৩১ আগস্ট সুজনের সংবাদ সম্মেলনের সমালোচনা করে ইসি ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান বলেছিলেন, "আমরা ইভিএম নিয়ে জাতীয় টেকনিক্যাল কমিটি, রাজনৈতিক দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে বসেছি। তাদেরও ডেকেছি। কিন্তু আসেননি। হঠাৎ করে এ সংবাদ সম্মেলন, উদ্দেশ্যটা কী?...চ্যালেঞ্জ যদি করতেই হয় সংবাদ সম্মেলনে কেন? আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করুন।"