নির্বাচনে ভারসাম্য সৃষ্টিতে দলগুলোর সক্রিয় অংশগ্রহণ চান সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোটের মাঠে ভারসাম্য রক্ষার্থে সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সক্রিয় অংশগ্রহণমূলক চাই। ধীরতালে নয়। কেন চাই? সক্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। পার্টিরাই সারাবিশ্বে এই ভারসাম্য সৃষ্টি করে।
সকলের প্রতি আন্তরিকভাবে উদাত্ত আহ্বান থাকবে আপনারা আসেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখেন ও সহায়তা করেন। আমরা কাউকে ধরে বেঁধে আনবো না।'
বিএনপি সম্পর্কে সিইসি বলেন, 'বিএনপি অন্যতম প্রধানতম দল। তারা যেটা চাচ্ছে, সে ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই। আমরা কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনবো না।'
এর আগে আজ সিইসি দুটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন।