জ্বালানি, বাণিজ্য ও যোগাযোগ খাতে সহযোগিতা দৃঢ় করতে ঐক্যমত্য ঢাকা, দিল্লির
আঞ্চলিক রেল, সড়ক ও অন্যান্য সংযুক্তি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য, যৌথ নদীর পানির বন্টন ও ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে ঢাকা ও দিল্লির মধ্যে ঐক্যমত্য হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক নিয়ে আজ বুধবার (৭ সেপ্টেম্বর) যৌথ বিবৃতি প্রচার করা হয়েছে। এতে বাংলাদেশ নানান রকম খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং জ্বালানি পণ্য আমদানিতে ভারতের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশের চাহিদাগুলি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোভিড-১৯ মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির দরুন সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে এ অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে বন্ধুত্ব ও অংশীদারত্বের চেতনায় ব্যাপকতর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন দুই প্রধানমন্ত্রী।
চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, দুই প্রধানমন্ত্রী রাজনীতি- নিরাপত্তা, প্রতিরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, সংযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, পানিসম্পদ, উন্নয়ন–সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মেলবন্ধনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয়ে আলোচনা করেছেন।
উভয় নেতা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, তথ্য যোগাযোগ, মহাকাশপ্রযুক্তি, পরিবেশবান্ধব ও সুনীল অর্থনীতির মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে রাজি হয়েছেন।
আঞ্চলিক ও বৈশ্বিক নানান ঘটনাবলী নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।
যৌথ বিবৃতিটি পড়তে পারেন এখানে- (Dhaka, Delhi agree to further strengthen connectivity, energy, trade cooperation)
সফরকালে দেয়া যৌথ ঘোষণা/ উদ্বোধন/ বিবৃতিসমূহ:
ক) বাংলাদেশের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের এক নম্বর ইউনিটের এর কাজ সম্পন্নের ঘোষণা;
খ) রূপসা রেলসেতুর উদ্বোধন;
গ) খুলনা- দর্শনা এবং পার্বতীপুর- কাউনিয়া রেলওয়ে লাইন প্রকল্প দুটির প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগের চুক্তি সইয়ের ঘোষণা;
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক '৭ মার্চের ভাষণ' ২৩টি ভারতীয় এবং ৫টি দক্ষিণ এশীয় ভাষায় অনুবাদযুক্ত একটি বই নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা;
ঙ) বাংলাদেশ রেলওয়েকে ২০টি ব্রডগেজ লোকোমোটিভ অনুদান দেওয়ার ঘোষণা;
চ) বাংলাদেশ সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগকে নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি সরবরাহের ঘোষণা ভারতের।
এই সফরে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মোদিকে আবারো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতা সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক যোগাযোগ রক্ষাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।