কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০
তুচ্ছ ঘটনার জের ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুটি আবাসিক হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগ নেতাকর্মীদের দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নেতাকর্মীরা ধাওয়া দিলে এ ঘটনা ঘটে।
কাজী নজরুল ইসলাম হল শাখার ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান পলাশসহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছে এ ঘটনায়।
এছাড়া গুরুতর আহত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বায়েজিদ আহমেদ বাপ্পীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সময় দুই হলের নেতা-কর্মীরা বাঁশ, গাছের ডাল, রড ও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সংঘর্ষ বন্ধ থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় 'সাইড' চাওয়াকে (সরতে বলা) কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সংঘর্ষে জড়ায় হল দুটির ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনার রেশ ধরে একই দিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম হলের এক শিক্ষার্থীকে মারধর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী আকরাম হোসেইন ও সালাউদ্দিন আহমেদ। এরপর শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা গেলে দুই হলের নেতা-কর্মীরা আবারো সংঘর্ষে জড়ায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করছি। এখন পর্যন্ত সবকিছু শান্ত আছে।
উল্লেখ্য, বিকাল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পরিস্থিতি সমাধানে প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে এক বৈঠকে বসেছেন।