নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির সমাবেশ
রাজনৈতিক দলের কর্মসূচিতে সাম্প্রতিক হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) দেশব্যাপী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ঢাকা মহানগরীসহ প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মির্জা ফখরুল জানিয়েছিলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ করা হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। 'তাই হামলা-মামলা, গ্রেপ্তার, হত্যা-নির্যাতন করেও বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।'
এদিকে বিক্ষোভ সমাবেশের আগে রোববার রাজধানীর পল্টন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সভায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে অনেক বিএনপি নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা ও স্টাম্প দেখা গেছে। আশপাশে কড়া পুলিশি প্রহরা দেখা গেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হন।
একই দিনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় বরকত উল্লাহ বুলুর মাথা ফেটে যায়। এছাড়া আহত হন বুলুর স্ত্রী, বিপুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেনও।
এর আগে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী নিহত হন। একই দিনে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জসহ দেশের আট জেলায় বিএনপির অন্যান্য মিছিল ও সমাবেশে হামলা হয়।
বিএনপি জানায়, আগস্টে তাদের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও ৪০টির বেশি মামলা হয়েছে। এর পর থেকে বিএনপির অন্তত ২০টি কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা আক্রমণ করেছে বলে দাবি বিএনপির।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য ছড়াচ্ছে।
বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও নাগরিক ঐক্য। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে নামার ঘোষণা দিয়েছে তিন দল। একইসঙ্গে বিএনপি আন্দোলনের যে রূপরেখা দেবে সে বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে তারা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত 'দেশের সার্বিক পরিস্থিতি' শীর্ষক আলোচনায় দলগুলোর নেতারা এ ঘোষণা দেন।