বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে অনেক মানবাধিকার আইন রয়েছে: বেনজীর আহমেদ
বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মানবাধিকার আইন রয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইজিপি'স প্রেস কনফারেন্স অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন এ কথা বলেন।
বিদায়ী আইজিপি আরও বলেন, "বিভিন্ন দেশের সঙ্গে আমরাও হেফাজতে নির্যাতন বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছি। এছাড়া, আমরা দক্ষিণ এশিয়া অঞ্চলের একমাত্র দেশ, যেখানে হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে আইন রয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের সম্ভবত এ সংক্রান্ত একটি জরিমানা আইনও আছে।"
তিনি আরো বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলো পুলিশ প্রশিক্ষণ ও মানবাধিকারের নামে শত শত কোটি টাকা নিয়ে এসেছে।
"আমাদের অভিযোগ করার অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। আমাদের গর্ব করার মতো আরও অনেক কিছু আছে," যোগ করেন তিনি।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে ড. বেনজীর আহমেদের অবসরের বিষয়ে সরকার ২২ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি জারি করে।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরের বয়সে পৌঁছাবেন। ফলে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, একজন কর্মকর্তা ৬০ বছর বয়সে অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) যান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক এই মহাপরিচালক (ডিজি) গত ৮ এপ্রিল, ২০২০ তারিখে আইজিপি নিযুক্ত হন।
১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন বেনজীর আহমেদ। এই সময়কালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।