বিদ্যুৎ বিপর্যয়ে মোবাইল ইন্টারনেট ও কলে বিঘ্ন হচ্ছে
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন ঢাকাসহ দেশের বড় একটি অংশ। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে বিঘ্ন ঘটছে টেলিযোগাযোগ সেবায়।
বিদ্যুৎহীনতার কারণে মোবাইল ইন্টারনেট চালাতে ও এসএমএস পাঠাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অনেক গ্রাহকরা।
ফোনকল করতেও অনেকে সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। তারা জানিয়েছেন, কল করতে আগের চেয়ে সময় বেশি লাগছে।
অ্যাসোসিয়েশন অভ মোবাইল টেলিকম অপারেটরস অভ বাংলাদেশ (এমটব) এক বিজ্ঞপ্তিতে বলেছে, 'জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।'
মোবাইল টাওয়ার বা বেজ ট্রান্সিভার স্টেশনের (বিটিএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দেওয়া হয়।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ২ থেকে ৫ ঘণ্টা মোবাইল টাওয়ার চালু রাখা যায়। কিন্তু অনেকক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে জেনারেটর দিয়েও মোবাইল টাওয়ার চালু রাখা যায় না। দেশের বড় একটি অংশে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে টেলিযোগাযোগ সেবায় বর্তমান বিঘ্ন ঘটছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বড় এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।