৩৩১টি বেটিং সাইট বন্ধ করল বিটিআরসি
বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে ৩৩১টি বেটিং সাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ডিজিটাল সিকিউরিটি সেলের নিয়মিত নজরদারির অংশ হিসেবে পাশাপাশি আরও বেশ কয়েকটি অ্যাপস, ফেসবুক ও ইউটিউব লিঙ্কও বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।
অনলাইন জুয়ার প্রায় ১৫০টি গুগল অ্যাপ রিপোর্ট করা হয়। গুগল প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপ নামিয়ে বাকিগুলো বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়।
এছাড়া, ২৭টি ফেসবুক লিঙ্ক এবং ৬৯টি ইউটিউব লিঙ্ক জুয়ার ওয়েবসাইট এবং গুগল অ্যাপ অনলাইন জুয়া প্রশিক্ষণে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়। ইতোমধ্যে ১৭টি ফেসবুক এবং ১৭টি ইউটিউব লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে।
অ্যাপের নিয়ম অনুসারে, গেম চিপ কিনতে নগদ, ক্রেডিট বা ক্রেডিট/ডেবিট কার্ড প্রয়োজন। ক্রেডিট বা ডেবিট কার্ডের সহজলভ্যতার সাথে সাথে অনেকেই অনলাইন জুয়া খেলার দিকে ঝুঁকেছে।