চট্টগ্রামে সমাবেশে যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা, আহত ৩০
চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির গাড়ি বহরে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
ফেনীর দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, বুধবার ফেনীর মধ্য দিয়ে যাওয়ার সময় বিএনপির গাড়িবহরের প্রায় ১০-১২টি গাড়িতে একের পর এক হামলা ও ভাঙচুর করা হয়।
'ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ পয়েন্টে আমাদের গাড়িবহরের মোট ১৫টি গাড়ি হামলার শিকার হয়। হামলায় আমাদের দলের ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তবে অসংখ্য বাধা অতিক্রম করেও সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়,' বলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, দলের সদস্যরা প্রায় ১০০টি গাড়ি, মাইক্রোবাস ও বাসে করে চট্টগ্রামে যান।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দলীয় কর্মীদের হত্যা এবং ২০২৩ সালের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বিএনপি এই সমাবেশের ঘোষণা দেয়।
দলের সর্বশেষ কর্মসূচি হিসেবে ঘোষিত বিভাগীয় সমাবেশের প্রথম সমাবেশ ছিল চট্টগ্রামে। আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় সম্মিলিত সমাবেশের আগে প্রতি সপ্তাহে দেশের প্রতিটি বিভাগে বিএনপির সমাবেশ আয়োজিত হবে।