নারী উদ্যোক্তাদের মিলনমেলা দুইদিন ব্যাপী ‘উই সামিট ২০২২’ শুরু
দেশের হাজারো নারী উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুইদিন ব্যাপী 'উই সামিট ২০২২'।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সামিটের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
উদ্বোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, "আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে নারীরা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো।"
"নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারাদেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার," বলেন মন্ত্রী।
নারী উদ্যোক্তা ও ই-কমার্সের ফেসবুক ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম 'উই' যাত্রা শুরু করে ২০১৭ সালে। বর্তমানে এর ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা ১৩ লাখ। এই অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় দেশের প্রায় ৪ লাখ নারী উদ্যোক্তা হয়েছেন।
সামিটের প্রথমদিনে উদ্যোক্তাদের ব্যবসায়ীক কাজে সহায়তা করবে, এমন কিছু শিক্ষণীয় আলোচনা পর্বের আয়োজন করা হয়। ফেসবুক কর্মাসের সুষ্ঠু ব্যবহার, প্রযুক্তির সহায়তায় ব্যবসাকে আরো এগিয়ে নেওয়া, কুরিয়ার ও লজিস্টিক সেবা ব্যবহারসহ নানান বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা পর্বগুলো।
সেশনে উই উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের সফল ব্যবসায়ী এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী দিনে দেশের নারী উদ্যোক্তাদের সামাজিক পুঁজি ও উন্নয়নের ওপর একটি গবেষণা পত্র উপস্থাপন করা হয়। গবেষণাটি করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।
গবেষণা পত্র নিয়ে আলোচনা পর্বে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. এ.এন.এম শিবলী নোমান খান বলেন, "লিঙ্গ, সামাজিক পুঁজি, উদ্যোগ, সরকারি এজেন্সি এবং মার্কেটিং ও ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে আমাদের রিসার্চ ফ্রেমওয়ার্কটি সাজানো হয়েছে। গবেষনাটির মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যগুলো কীভাবে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হতে পারে, এবং দেশের কোন কোন ক্ষেত্রগুলোতে এখনো নারীদের অনেক বেশি অবদান প্রয়োজন, তা জানতে পেরেছি।"
সম্মেলনের বিকেলের আয়োজনে উদ্যোক্তাদের সঙ্গে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
নারীর ক্ষমতায়নে উইয়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, "আজ নারীরা দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করছে। আমাদের নারীরা বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছে। তারা শিক্ষা, গবেষণা, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। এই ইভেন্ট প্রমাণ করে, তারা ব্যবসার দিক থেকেও পিছিয়ে নেই।"
উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, "আমাদের নারী উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি পঞ্চম বছরে পা দিয়েছে। এই সময়ে আমি দেখেছি কীভাবে সমাজের প্রতিটি সাধারণ নারী দেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিতে অবদান রাখছে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রত্যেক উদ্যোক্তার আলাদা গল্প, আলাদা সংগ্রাম আছে। আমরা খুব শীঘ্রই আমাদের জেলা পর্যায়ের কার্যক্রম জোরদার করবো, যাতে আমরা সারাদেশে নারী উদ্যোক্তা তৈরি করতে পারি।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, সিল্ক গ্লোবালের উপদেষ্টা ও সিইও সৌম্য বসু, স্টার টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা খান প্রমুখ।