ময়মনসিংহে বিএনপি’র মহাসমাবেশের আগে ‘অঘোষিত’ পরিবহন ধর্মঘট
গতকাল শুক্রবার রাত থেকে ময়মনসিংহ বিভাগে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপি'র মহাসমাবেশকে কেন্দ্র করে যাত্রিবাহী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।
এদিকে স্থানীয় বাস মালিক নেতৃবৃন্দ বলেছেন তারা বাস বন্ধের কোনো কর্মসূচি দেননি।
ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন তারা কোনো বাস বন্ধ করেননি। কেউ স্বেচ্ছায় বাস বন্ধ রাখতে পারেন।
বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার যাত্রীরা।
আজ সকালে পাটগুদাম বাস স্ট্যান্ড, ত্রিশাল বাসস্ট্যান্ড, মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে কোনো বাস ছাড়ছে না।
বিএনপি'র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, "গণজোয়ার ঠেকাতে এ কৌশল নিয়েছে। কিন্তু সব কৌশল ব্যর্থ করে স্মরণ কালের বৃহত্তম সমাবেশ হবে।"
"সকাল থেকে 'সরকারের নির্দেশে' আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে তাদের দলীয় কর্মীরা সমাবেশে যোগ দিতে সমস্যার মুখে পড়েছেন।
প্রিন্স ইউএনবিকে বলেন, 'আমাদের নেতাকর্মীরা এখনও হেঁটে বা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য ছোট যানবাহনে সমাবেশে আসছেন। ময়মনসিংহে আসার জন্য আগে ভাড়া করা অনেক প্রাইভেট গাড়ি হঠাৎ করে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের লোকদের বহন করতে অস্বীকৃতি জানায়।'
বাস অপারেটররা বলেছেন যে অনেক বাস কোম্পানি তাদের গাড়ির ক্ষতির আশঙ্কায় তাদের কার্যক্রম স্থগিত করেছে, কারণ সম্প্রতি চট্টগ্রামে বিএনপির সমাবেশে এমন ঘটনা ঘটেছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং জ্বালানিসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে আজ বিএনপির গণসমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নগরীর পলিটেকনিক মাঠে বিকেলের এই সমাবেশস্থলে ইতিমধ্যে বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলসহ সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
তবে গণপরিবহন না থাকায় ভোগান্তিতেত পড়তে হচ্ছে সমাবেশে আসা নেতাকর্মীদের। এদিকে নেতাকর্মীরা অভিযোগ করেছেন তারা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বিশাল সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে দলটি।
এছাড়া গত রাতে ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চারজন আহত হয়। রাত নয়টার দিকে শহরের টাউনহল এলাকায় এই ঘটনা ঘটে। পরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শহরে রাতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিল। পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শহরে অবস্থান করছিল।
এরইমধ্যে রাত নয়টার দিকে শহরের টাউনহল মোড়ের এখানে দুই পক্ষ মুখোমুখি হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।