ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত থেকে অঘোষিত পরিবহন ধর্মঘটসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে মহাসমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে সমাবেশ শুরু হয়।
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। তবে সমাবেশে যাওয়ার পথে তাদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এরমধ্যেই সকাল থেকেই বিএনপির সমর্থক নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে নগরীতে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের বাধা দেয় বলে জানা গেছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।
বিএনপির বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর শাখা আজদুপুর ২টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশের আয়োজন করে। গত ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, এটি দ্বিতীয় বিভাগীয় মহাসমাবেশ।
চলমান বিদ্যুৎ সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও যশোরে পুলিশের গুলিতে বিরোধী দলের পাঁচ নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ১০টি শহরে বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশের ঘোষণা দেয়। দলটির সরকারবিরোধী বিক্ষোভ।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বিশাল সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে দলটি।