বান্দরবানের থানচি-আলীকদমে ১ সপ্তাহের ভ্রমণ নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর এক সপ্তাহ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
আজ রোববার (২৩ অক্টোবর) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) লুৎফর রহমানের সই করা একটি প্রজ্ঞাপনে পর্যটক ভ্রমণের উপর এক সপ্তাহ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
বিভিন্ন দপ্তরকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিষয়ে সুনিদর্ষ্টি তথ্য সংগ্রহরে জন্য বান্দরবান সদর দপ্তর সেনা রিজিয়নের ২২ অক্টোবর তারিখে দেওয়ার পত্রের আলোকে বান্দরবান সেনা রিজিয়নের আধিপত্য বিস্তারমূলক টহল পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তা স্বার্থে থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের উপর ৩০ অক্টোবর পর্যন্ত জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হল।'
এ বিষয়ে জানতে চাইলে রোববার রাতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লৎফর রহমান (উপসচিব) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শহরে যে কোনো পর্যটন কেন্দ্রে ভ্রমণে সমস্যা নাই। শহর এলাকার কোনো পর্যটন কেন্দ্র নিষেধাজ্ঞার আওতায় নেই।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর চিঠি প্রাপ্তির কথা জানিয়ে রোববার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গতকাল শনিবার থেকে কোন পর্যটককে থানচিতে এলাও করা হয়নি।
থানচি এলাকায় যে সমস্ত পর্যটক অবস্থান করছে তারা মূলত থানচি সদরে অবস্থান করছে। তাদেরকে দ্রুত ফিরে যেতে বলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এর আগে ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের নিরাপত্তা স্বার্থ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দুই উপজেলা প্রশাসন। এবার আরও দুই উপজেলাসহ মোট চার পর্যটন উপজেলায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা করল প্রশাসন।