আজ থেকে ৫৫ টাকায় চিনি বিক্রি শুরু করবে টিসিবি
আজ সোমবার থেকে সারাদেশে ভর্তুকি মূল্যে ৫৫ টাকা দরে প্রতি কেজি চিনি বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
পর্যাপ্ত সরবরাহ এবং আমদানি সত্ত্বেও বাজারে চিনির সংকটের কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বাজার স্থিতিশীল করতে আজ (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে ঢাকাসহ অন্যান্য জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ৫৫ টাকা/কেজি দরে চিনি বিক্রি করা হবে।
তবে, সেলস পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানায়নি টিসিবি।
টিসিবি ফ্যামিলি কার্ড হোল্ডার ছাড়া বাকির ভর্তুকি হারে শুধুমাত্র এক কেজি চিনি কিনতে পারবে।