ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর আজ সোমবার বিকাল ৩ টা বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এ বিষয়ক নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে সিএএবি।
এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার বিমানবন্দর প্রাথমিভাবে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন।
আবহাওয়া বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, আজ ইউএস বাংলার একটি বিমান অবতরণে বিলম্ব হয়। বাতাসের কারণে বিমানটি কক্সবাজারের আকাশে টানা ১ ঘণ্টার মতো চক্কর দিতে থাকে। পরে দুপুর ২ টা ৫৫ মিনিটে পাইলট নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।
হোসেন।
ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে তিনটি বিমানবন্দরের এপ্রোন এলাকা থেকে হালকা যন্ত্রপাতি সরানো হচ্ছে।
ঝড়ে সরঞ্জাম ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে বিমানবন্দরগুলোকে তাদের সরঞ্জামগুলি সুরক্ষিত রাখতে বলা হয়েছে।